স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে অফফর্মের মধ্যে আছেন ভারতীয় দলের সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি উইকেটও শিকার করতে পারেননি। তবে এমন সময় তার পাশে দাঁড়িয়েছেন দেশটির কিংবদন্তি পেসার জহির খান।
বুমরাহকে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘আপনি যখন সুনাম কুড়াবেন। বিশেষ করে গেল কয়েক বছরে বুমরাহ যেটা কুড়িয়েছে। সেটার জন্য আপনাকে লড়াই করতে হবে। বুমরাহ এখন এমন একটি পর্যায়ে আছে যেখানে ব্যাটসম্যানরা তার বিপক্ষে রক্ষণাত্মক খেলে।
তার ১০ ওভারে তারা ৩৫ রান নিতে পারলেও সন্তুষ্ট থাকে। কারণ, তার ওভারে তারা উইকেট না হারিয়ে অন্য বোলারের উপর চড়াও হতে পারছে। এসব বিষয় বুঝতে হবে তাকে। এখন তাকে আগের চেয়ে আরো বেশি আক্রমণাত্মক হতে হবে।’
তিনি আরো বলেন, ‘যখন সে আক্রমণাত্মক হবে। তখন ব্যাটসম্যানরাও তার উপর চড়াও হতে শুরু করবে। ভুল শট খেলবে। অবশ্য এটাও ভালো যে ব্যাটসম্যানরা তাকে সম্মান করে। তার বলে রান নিতে চায় না। রক্ষণাত্মক খেলে। উইকেট দিতে চায় না। এক্ষেত্রে তাকে আরো বেশি আক্রমণাত্মক হতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।