বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দীন টগরকে (৫০) রাজধানীর আজিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাঁর কাছ থেকে একটি রিভলভার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব বৃহস্পতিবার রাতে এক বার্তায় জানায়, ২০০২ সালের আলোচিত বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দীন টগরকে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হবে।
উল্লেখ্য, ২০০২ সালের ৮ জুন বুয়েটে দরপত্র নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কেমিকৌশল বিভাগের ৯৯ ব্যাচের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। এ হত্যাকাণ্ডে টগরসহ বেশ কয়েকজনের নাম আসে এবং মামলায় দণ্ডপ্রাপ্ত হন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।