জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুরে ডেন্টিস্ট বুলবুল আহমেদ হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (৩০ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানায় ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
গ্রেফতারকৃতরা হলো- মো. রায়হান ওরফে সোহেল ওরফে আপন, মো. রাসেল হোসেন হাওলাদার, মো. আরিয়ান খান হৃদয় ও সোলায়মান।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ভিকটিম বুলবুল আহমেদ পেশায় একজন ডেন্টিস্ট ও ১ম শ্রেণির ঠিকাদার। কিছুদিন পূর্বে নোয়াখালীতে একটি সরকারি প্রতিষ্ঠানে কাজ পান। গত ২৭ মার্চ ২০২২ তারিখ ভোর ৫টায় নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পশ্চিম শেওড়াপাড়ার আনন্দবাজার এলাকা হতে শেওড়াপাড়া বাস স্ট্যান্ডের দিকে রিকশায় যাওয়ার সময় ভোর ৫টা ৩০ মিনিটে পশ্চিম কাজীপাড়ার বেগম রোকেয়া সরণির নাভানা ফার্নিচার শোরুমের সামনে পৌঁছলে কতিপয় দুস্কৃতিকারী রিকশার গতিরোধ করে।
দুস্কৃতকারীরা ভিকটিমের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে ভিকটিম বাধা প্রদান করলে দুস্কৃতকারীরা ভিকটিমকে ধারালো ছোরা দিয়ে আঘাত করে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর অবস্থায় ভিকটিমকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিম বুলবুলের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ডিবি মিরপুর বিভাগ উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। মামলাটি তদন্তকালে গোয়েন্দা মিরপুর জোনাল টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করে ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেফতারকৃতরাসহ মোট পাঁচজন মিরপুর মডেল থানার পশ্চিম কাজীপাড়ার বেগম রোকেয়া সরণি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিলো। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ চক্রের অপর সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।