Advertisement
জুমবাংলা ডেস্ক : আবরার হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে; স্বরাষ্ট্রমন্ত্রী।
নিজ দপ্তরে আজ বৃহষ্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরও জানান, আবরার হত্যাকাণ্ডে আরো কেউ জড়িত থাকলে সবাইকে আইনের আওতায় আনা হবে। সরকার এক্ষেত্রে কঠোর অবস্থান নিচ্ছে।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে তল্লাশি চালানো হবে এবং দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র জমা দেয়া হবে।
উল্লেখ্য, কাল থেকে শিক্ষার্থী আবরারকে হত্যার বিচার দাবি করেছে প্রগতিশীল ছাত্রজোট। বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে জোটের নেতাকর্মীরা। আজ এসব বিষয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।