জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে সিট বরাদ্দ পেতে শিক্ষার্থীদের কাছ থেকে সাতটি শপথ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার থেকে বুয়েটের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে।
এর আগে শিক্ষার্থীদের বিভিন্ন আবাসিক হলে সিট বরাদ্দ দেয়া হয়েছে। আর হলে উঠার আগে সাত শপথের ফরমে স্বাক্ষর করতে হয়েছে শিক্ষার্থীদের।
শপথগুলো হল- বুয়েটে র্যা গিং নিষিদ্ধ এবং এ সংশ্লিষ্ট নির্দেশনাগুলো সম্পর্কে অবগত থাকা, র্যা গিংয়ের আওতায় আসে এমন কোনো আচরণ বা কাজ করা থেকে বিরত থাকা, কোনো ধরনের র্যা গিংয়ে নিজে না জড়িয়ে এর প্রশ্রয় ও প্রচার থেকে দূরে থাকা, কাউকে শারীরিক বা মনস্তাত্ত্বিকভাবে ক্ষতি না করা, যদি কোনো সময় কারো বিরুদ্ধে র্যা গিংয়ের অপরাধ প্রমাণিত হয়- তাহলে বুয়েট এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে বাধ্য থাকবে, অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি বাতিল বা বহিষ্কৃত হয়নি- এটার নিশ্চয়তা প্রদান করা, বিশ্ববিদ্যালয়ের সহপাঠীসহ যে কাউকে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইন্টারনেট ব্যবহার করে কখনও অপমান না করা, কোনো ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের রুটিন ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয় কার্যক্রম বা শ্রেণিকক্ষকে তালাবদ্ধ করে রাখা যাবে না এবং উপরের বিষয়গুলো বুঝে সম্মত হওয়া। কোনো শিক্ষার্থী এই শপথ ভঙ্গ করে কোনো অপরাধে জড়ালে তাকে বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত কর্তৃপক্ষ শাস্তি দেবে।
জানা গেছে, এবারই প্রথম হলে উঠার আগে এই ধরনের শপথের ফরমে স্বাক্ষর করতে হচ্ছে বুয়েটের নবীন শিক্ষার্থীদের। আগে এই ধরনের কোনো ফরম পূরণ করতে হতো না।
এ বিষয়ে জানতে চাইলে বুয়েট ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা আগে কোনো সময় এরকম শপথ ফরম পূরণ করাইনি। যেহেতু বুয়েটে গত বছর এক মারাত্মক অবস্থার (আবারার ফাহাদ হত্যাকাণ্ড) সম্মুখীন হয়েছে, তাই আমরা চাই এরকম মর্মান্তিক ঘটনার আর পুনরাবৃত্তি না হোক। তাই আমরা নবীন শিক্ষার্থীদের এরকম শপথ ফরম পূরণের সিদ্ধান্ত নিয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।