জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা ও চূড়ান্ত ভর্তি পরিক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে/সেশনে লেভেল-১, টার্ম-১-এ ছাত্র-ছাত্রী ভর্তির নিমিত্তে প্রাক-নির্বাচনী পরীক্ষা ও চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ বুয়েট একাডেমিক একাডেমিক কাউন্সিল অধিবেশনের সিদ্ধান্ত মোতাবেক পরিবর্তন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেনীতে ভর্তির নিমিত্তে প্রাক-নির্বাচনী পরীক্ষা ৩১ মে ও ১ জুন এর পরিবর্তে যথাক্রমে ৩০ জুন ও ১ জুলাই এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষা ১০ জুন এর পরিবর্তে ১০ জুলাই অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।