Advertisement
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত তিনদিন ধরে থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। টানা ৩ দিনের বৃষ্টিতে সবকিছুতে স্থবিরতা নেমে এসেছে।
ভোগান্তি পড়েছে সকল শ্রেণির মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের আমন ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষিরা।
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
এদিকে সক্রিয় মৌসুম বায়ুর প্রভাবে কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। আগামী আরও ৩ দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।