জুমবাংলা ডেস্ক: বৃষ্টিতে শীতল বাতাস বইছে ঢাকায়। বৃষ্টির পর বৃহস্পতিবার সকালে বাতাসের মান সূচকে (একিউআই) উল্লেখযোগ্য অগ্রগতির দেখা পেয়েছে রাজধানী ঢাকা। খবর ইউএনবি’র।

সকাল ৮টা ২১ মিনিটে একিউআইতে ৬৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান দাঁড়ায় ৪০তম। বাতাসের মান ছিল মাঝারি পর্যায়ের।
সূচকে ১৯৫ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথমে রয়েছে দিল্লি। তার পরে ১৮৬ ও ১৭৩ স্কোর নিয়ে যথাক্রমে আছে ভিয়েতনামের হ্যানয় ও ইন্দোনেশিয়ার জাকার্তা।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা সূচক একিউআই একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়
একিউআইতে ৫১ থেকে ১০০ স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান গ্রহণযোগ্য। ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হচ্ছে বাতাসের মান দূষিত। আর মান ২০১ থেকে ৩০০ হলে মানুষ লক্ষণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এ সময় মানুষকে বাড়ির ভেতরে থাকতে ও তাদের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।