Advertisement
জুমবাংলা ডেস্ক : আজ শুক্রবার জুমা’র নামাজের ১০ মিনিট আগে বৃষ্টির জন্য বিশেষ নামাজের ব্যবস্থা রাখা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে। সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে আজ যে নামাজ আদায় করা হবে, তার নাম সালাত-আল-ইস্তিসকা।
আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে এই নামাজ আদায় করা হবে। হযরত মুহাম্মদ (সা.) ও তার সাহাবীরা বৃষ্টির জন্য এ নামাজ আদায় করতেন।
আমিরাতের জনগণকে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান অনুরোধ করেছেন, বৃষ্টি, করুণা এবং দেশ ও জনগণের ভালোর জন্য সবাই যেন দোয় করেন।
অন্যান্য দিনের তুলনায় সে দেশের মসজিদগুলোতে আজ জুমা’র নামাজে বেশি মুসল্লি হওয়ার সম্ভবনা রয়েছে। জানা গেছে, দুবাইয়ের আটশ মসজিদে সালাত-আল-ইস্তিসকা আদায় করা হবে। সূত্র : খালিজ টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।