বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অভিরিক্ত গরম থেকে স্বস্তি পেতে এখন অনেক বাসাতেই এসি আছে। অন্যদিকে কয়েকদিন ধরেই দেশে বৃষ্টি হচ্ছে। তবে কমেনি গরম। তাই বৃষ্টির দিনে স্বস্তি খুঁজতে এসি চালাতে হয়। এসিতে বিভিন্ন মোড আছে। বৃষ্টির দিনে এসি সঠিক ব্যবহার অনেকেই জানেন না।
এসিতে কয়েকটি মুড থাকে। এসিতে কুল মোড, স্লিপ মোড, ড্রাই মোড এবং পাওয়ার সেভার মোড থাকে। আবহাওয়া ভেদে সুবিধা অনুযায়ী মোড গুলো দিতে হয়। ব্যবহার করতে পারেন। বৃষ্টির দিনে এসি চালানোর জন্য আলাদা মুড আছে এটা অনেকেই জানে না। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকে, তাই এই সময় ড্রাই মোড ব্যবহার করতে হয়। লাইফস্টাইল ওয়েবসাইট হারজিন্দেগীর এক ফিচারে ড্রাই মোড ব্যবহার নিয়ে বিস্তারিত উঠে আসে।
ড্রাই মোড হল এয়ার কন্ডিশনারের একটি বিশেষ বৈশিষ্ট্য যা ঘর থেকে অতিরিক্ত আর্দ্রতা দূর করে ও ঘরকে শীতল ও শুষ্ক রাখে। ড্রাই মোডে, এসির কুলিং কয়েল ঘরের তাপমাত্রা কিছুটা কমিয়ে দেয়। এছাড়া যখন উষ্ণ এবং আর্দ্র বাতাস যখন অস্বস্তি বাড়াচ্ছে, তখন এতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং পানির ফোঁটায় পরিণত হয়। এই পানি এসির ভিতরে জমা হয় এবং একটি পাইপের মাধ্যমে প্রবাহিত হয়। এই প্রক্রিয়াটি ঘরে আর্দ্রতার মাত্রা হ্রাস করে, যার ফলে বাতাস শীতল এবং আরামদায়ক বোধ হয়।
ড্রাই মোডে এয়ার কন্ডিশনার ঘরের বাতাসকে ফিল্টার করে এবং বাতাস থেকে দুর্গন্ধও দূর করে। অন্য দিকে ড্রাই মোডে ঘরে উপস্থিত আর্দ্রতার থেকে এসিতে যে আঠালো ভাব তৈরি হয়, তাও দূর করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।