বর্তমানে দেশের বাজার ব্যবস্থাপনার উপর নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তবে কিছু পণ্যের দাম বৃদ্ধি পাওয়াতে সাধারণ জনগণের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেন তিনি। তিনি এও বলেন যে, নিত্য প্রয়োজনীয় দাম আরো কিছুটা হ্রাস পেলে নিম্ন আয়ের মানুষের সুবিধা হতো।
ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। এ বৈঠকে ঢাকার সচিবালে অনুষ্ঠিত হয়েছিল। তিনি বলেন যে, জিনিসপত্রের দাম ২০২৪ সাল থেকে বর্তমানে যে অনেক বেশি বাড়তি এরকম নয়। তবে সরকারের চেষ্টা রয়েছে যেন দাম আরো কমানো যায়। নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে তা অস্বীকার করা যাবে না। আমরা জানি যে দরিদ্র মানুষের পণ্য ক্রয় করতে কষ্ট হচ্ছে। তাই দাম আরো কমানোটা দরকার।
ব্যবসা–বাণিজ্য কমে গেছে, বেকারত্ব বেড়েছে এমনটা জানিয়ে উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটা পুনরুদ্ধারে চেষ্টা করছে সরকার।
উপদেষ্টা বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে। বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। এ ব্যাপারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সাথে আলোচনা হয়েছে।
উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, আগের সরকারের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থান যোগানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।