Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বেকারত্ব গুছাতে ইউটিউব দেখে বিষমুক্ত কুল চাষ, প্রথমবারেরই ১০ লাখ টাকা আয়ের স্বপ্ন
    অর্থনীতি-ব্যবসা

    বেকারত্ব গুছাতে ইউটিউব দেখে বিষমুক্ত কুল চাষ, প্রথমবারেরই ১০ লাখ টাকা আয়ের স্বপ্ন

    February 8, 20234 Mins Read

    বেকারত্ব গুছাতে ইউটিউব দেখে বিষমুক্ত কুল চাষ, প্রথমবারেরই ১০ লাখ টাকা আয়ের স্বপ্ন

    জুমবাংলা ডেস্ক: রগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামে ইউটিউব দেখে প্রথমবারের মতো বিষমুক্ত কুল চাষ শুরু করে নতুন দিগন্তের সূচনা করেছেন আবু বক্কর সিদ্দিক রাসেল নামে এক বেকার যুবক। বাংলানিউজের প্রতিবেদক জাহিদুল ইসলাম মেহেদী-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।

    পরিত্যক্ত ৫ একর জমিতে কাশ্মিরী আপেল কুল, বাওকুল, বলসুন্দরী ও ভরতসুন্দরী নামে চার জাতের কুল চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।

    চলতি মৌসুমে প্রায় ১০ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি। এখন তার বাগানে কর্মচারীও রয়েছে তিনজন। অন্য লোকও বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তার এ সাফল্য দেখে অন্য বেকার যুবকরাও ঝুকছেন কুল চাষে। যতই দিন যাচ্ছে কুলের আবাদ ততই বাড়ছে।

    বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালি এলাকার বেকার যুবক আবু বক্কর সিদ্দিক রাসেল। কাজ করতেন ওয়ার্ল্ড ফিস নামে একটি বেসরকারি উন্নয়ন দাতা সংস্থায়। ঢাকার সরকারি বাংলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাসসহ এমএ এবং বেসরকারি প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করা রাসেল ২০২০ সালের করোনা পরিস্থিতিতে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে বেকার হয়ে পড়েন। বেকারত্ব থেকে মুক্তি পেতে কৃষিক্ষেত্রে কিছু করা যায় কিনা ভাবতে থাকেন রাসেল। উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে আলাপ করেন এবং তার পরামর্শে উদ্বুদ্ধ হয়ে নেমে পড়েন কৃষিকাজে। কিন্তু নিজেদের পর্যাপ্ত জমি না থাকায় ৫ একর জমি বার্ষিক চুক্তিতে ইজারা নেন তিনি। বাড়ির পাশের ওই জমি লিজ নিয়ে সেটি উঁচু করে শুরু করেন মাল্টা চাষ। কিন্তু সুবিধা করতে পারেননি। লোকসানে পড়তে হয় তাকে। এতে কিছুটা মনোবল হারিয়ে ফেলেন রাসেল। কেটে যায় একটি বছর। তবে কৃষি কর্মকর্তার পরামর্শে এবং ইউটিউব দেখে এবার তিনি নেমে পড়েন কুল চাষে।

    ২০২১ সালের শুরুতে কুষ্টিয়ার মেহেরপুর এলাকার একটি বাগান থেকে সংগ্রহ করেন কাশ্মিরী আপেল কুল, বল সুন্দরী ও ভরত সুন্দরী প্রজাতির কুল গাছ। গাছগুলো রোপণের পর নিজেই পরিচর্যা শুরু করেন। সঠিক পরিচর্যায় গাছগুলো বেড়ে উঠে এ বছর ফল ধরেছে সব গাছে। ২০২২ সালের সিত্রাং এ কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও গাছে গাছে দুলছে লাল আভা ছড়ানো থোকায় থোকায় কুল। পাকতে শুরু করেছে সপ্তাহ দুয়েক আগে থেকে। বিক্রিও শুরু করেন তিনি। আকার ও স্বাদে ভালো হওয়ায় বাজারে রাসেলের বাগানের কুলের চাহিদাও খুব বেশি। প্রথমে ১২০ টাকা কেজি করে বাজারে বিক্রি শুরু করেন তিনি। এখন ১০০ টাকা দরে বাজারে কুল বিক্রি করছেন রাসেল। এর মধ্যে কিছু কুলগাছ বারোমাসি ফলন দেয় আবার কিছু মৌসুম ভিত্তিক। ফলে সারা বছই তার বাগানে কুল পাওয়া যায়। মৌসুম ভিত্তিক গাছগুলোতে দুমাস আগে থেকে পাকতে শুরু করে কুল। এ বছর কম করে হলেও ১০ টন কুল বরই উৎপাদন হয়েছে তার বাগানে। এতে তিনি আয় করবেন প্রায় ১০ লাখ টাকা।

    সরেজমিন ঘুরে দেখা গেছে, রাসেলের বাগান জুড়ে কুল গাছ। লাল সাদা আর মেরুন রঙের বাহারি ফলে ভরে গেছে বাগান। কর্মচারীরা ব্যাগ ভর্তি করে বিক্রির জন্য গাছ থেকে পাড়ছেন পাকা কুল। পাখির কবল থেকে কুল রক্ষার জন্য পুরো বাগানের আকাশ জুড়ে টাঙিয়ে দেওয়া হয়েছে জাল। এসময় কথা হয় বাগান মালিক রাসেলের সঙ্গে।

    রাসেল বলেন, তার বাগানের কুল বিষমুক্ত। গাছে ফুল আসার পর প্রথম একবার নিম পাতা থেকে উৎপাদিত জৈব বালাইনাশক ব্যবহার করেছি। আর কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয়নি। এজন্য আমার বাগের কুলের চাহিদা অনেক বেশি। সেই সঙ্গে বিষমুক্ত ফল পেয়ে উপকৃত হচ্ছেন সাধারণ ক্রেতারা। চলতি মৌসুম শুরু থেকেই পাইকারি ব্যবসায়ীরা আমার বাগান থেকেই বড়ই কিনে নিয়ে যান। বর্তমানে আমার বাগানের খবর ছড়িয়ে পড়ায় এখন ঢাকা, বরিশাল, পটুয়াখালী এবং আমতলীর পাইকারি ফল ব্যবসায়ীরা ফল কেনার জন্য ভিড় করছেন।

    প্রতিদিন রাসেলের বাগান থেকে ৩-৪ মণ কুল সরবরাহ হচ্ছে বিভিন্ন ব্যবসায়ীর কাছে। এভাবে প্রতিদিনই বাগান থেকে কম বেশি কুল কিনে নেন পাইকাররা। আগামী বছর থেকে তিনি কমপক্ষে ২৫ লাখ টাকা কুল বিক্রির আশা করছেন।

    আমতলী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সি এম রেজাউল করিম জানান, রাসেল চাকরি হারিয়ে একসময় বেকার হয়ে পড়েছিলেন। আমাদের পরামর্শে কুলবাগান তৈরি করে তিনি এখন স্বাবলম্বী। কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার না থাকায় এবং তার কুলের আকার ও স্বাদ ভালো হওয়ায় বাজারে চাহিদাও বেশি। রাসেলই প্রথম এই এলাকায় বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু করেন। তার সাফল্যে ওই এলাকার আব্দুল আওয়াল ওরফে খোকন মৃধা, হানিফ মৃধা, আল আমিন খান, হারুন মৃধাসহ কয়েকজন বেকার যুবক নেমে পড়েছেন কুল চাষে। এভাবে অনেক বেকার যুবক নিজেদের কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হচ্ছেন। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এ কুলের আবাদ করলে চাষিরা একদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। অপরদিকে পুষ্টিকর ফলের চাহিদাও পূরণ হবে।

    চীনকে হটিয়ে পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ১০ অর্থনীতি-ব্যবসা আয়ের ইউটিউব কুল গুছাতে চাষ টাকা দেখে প্রথমবারেরই বিষমুক্ত বেকারত্ব লাখ স্বপ্ন
    Related Posts

    ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

    May 14, 2025

    নগদের নতুন ‘সিইও’ হিসেবে দায়িত্ব নিলেন সাফায়েত আলম

    May 14, 2025
    মূল্যস্ফীতি

    মূল্যস্ফীতি নিয়ে সুখবর দিলেন গভর্নর

    May 14, 2025
    সর্বশেষ সংবাদ
    ছেলেদের চুল
    ছেলেদের চুল ভালো রাখার ৫ উপায়
    মোংলা বন্দরে ৭২৫টি
    মোংলা বন্দরে ৭২৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙরের রেকর্ড
    Retro Movie
    Retro Movie Box Office Collection Day 14: Slowdown Continues After Strong Opening
    Fazil Exam Result
    ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ
    Information
    প্রতিবন্ধী উন্নয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সিলেটে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বাস্তব পরিদর্শন
    tourist family box office collection
    Tourist Family Box Office Collection Day 13: Rs 2.50 Crore Maintains Momentum in Tamil Nadu
    mission impossible 8
    Mission Impossible 8 Worldwide Box Office: Can Tom Cruise’s Final Stint As Ethan Hunt Break The Billion-Dollar Barrier?
    ওয়েব সিরিজ
    উল্লুর নতুন ওয়েব সিরিজ “Sui” – রোমান্স ও নাটকীয়তার গল্প!
    ভিত্তিপ্রস্তরে নেই নিজের নাম
    ভিত্তিপ্রস্তরে নেই নিজের নাম, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা
    করলা চাষ
    খুবই সহজ উপায়ে যেভাবে করলা চাষ করবেন
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.