বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ( বেরোবি) কেন্দ্রীয় ভান্ডারের একতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৮ অক্টোবর ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশেই কেন্দ্রীয় ভান্ডারের জন্য আংশিকভাবে একতলা ভবনটি নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে ভবনটিকে আরো সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, ক্যাফেটেরিয়ার পরিচালক ড. মোঃ তানজিউল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ ওসমান গনি তালুকদার, কেন্দ্রীয় ভান্ডারের উপ-রেজিস্ট্রার মোঃ মোর্শেদ উল আলম রনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।