আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শেষেই ৫৫ বছরের প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বান্ধবী লরেন সানচেজকে বিয়ে করছেন তিনি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ডিসেম্বর মাসের ২৮ তারিখে চার হাত এক হবে জেফ এবং লরেনের। আমেরিকার কলোরাডোর অ্যাস্পেনে আয়োজিত হবে এই তারকাখচিত বিয়ের আসর।
জানা গিয়েছে, সম্পর্কে থাকাকালীন অ্যাস্পেন শহরে মাঝেমধ্যেই সময় কাটাতে যেতেন বেজোস এবং লরেন। এই শহরে অধিকাংশ সময় দু’জনকে একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে। তাই নিজেদের নতুন জীবন শুরু করার জন্য সেই প্রিয় শহরটিকে বেছে নিয়েছেন হবু দম্পতি।
২৮ ডিসেম্বর বিয়ের তারিখ চূড়ান্ত হলেও তার আগের দু’দিন থেকেই শুরু হবে অনুষ্ঠান। অ্যাস্পেনের এক বিলাসবহুল রেস্তোরাঁয় দু’দিন ধরে চলবে দেদার খাওয়াদাওয়া। এমনকি সেখানকার বিলাসবহুল হোটেলও ইতোমধ্যে বুক হয়ে গিয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিয়ে উপলক্ষে ৬০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে জেফের। অতিথিদের তালিকাও বেশ লম্বা।
ঘনিষ্ঠ সূত্রে খবর, জেফ এবং লরেনের বিয়েতে মোট ১৮০ জন অতিথি নিমন্ত্রিত রয়েছেন। বিয়ের অনুষ্ঠান হবে তারকাখচিত। সেই তালিকায় থাকবেন জর্ডানের রানি থেকে হলিউডের নায়কও।
জানা গেছে, জেফ তার বিয়েতে নিমন্ত্রণ জানিয়েছেন মাইক্রোসফটের কর্তা বিল গেটসকে। হলিউড অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিওর পাশাপাশি একাধিক তারকাকে দেখা যেতে পারে জেফ এবং লরেনের বিয়ের অনুষ্ঠানে।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, জর্ডানের রানি কুইন রানিয়াকেও নিমন্ত্রণ জানিয়েছেন জেফ এবং লরেন।
১৯৬৯ সালের ডিসেম্বর মাসে নিউ মেক্সিকোর আলবুকার্কে জন্ম লরেনের। বর্তমানে তার বয়স ৫৫ বছর। লরেনের কর্মজীবন শুরু হয় সাংবাদিক হিসাবে। একাধিক শোয়ের সঞ্চালিকা হিসাবেও কাজ করেছেন তিনি।
‘দ্য লঙ্গেস্ট ইয়ার্ড’, ‘ফাইট ক্লাব’, ‘ফ্যান্টাস্টিক ফোর’ এবং ‘টেড ২’ নামের একাধিক হলিউড ছবিতে অভিনয় করতে দেখা যায় লরেনকে। এক বিখ্যাত পত্রিকার বিচারে বিশ্বের প্রথম ৫০ জন সুন্দরী নারীর তালিকায় লরেন ছিলেন অন্যতম।
২০১৬ সালে প্রযোজনা সংস্থা খোলেন লরেন। বিমানকর্মী হিসাবে কেরিয়ার গড়ার ইচ্ছা ছিল তার। কিন্তু ওজন বেশি হওয়ার কারণে সেই ইচ্ছা পূরণ হয়নি বলে কানাঘুষো শোনা যায়। ২০০৫ সালে হলিউড এজেন্ট প্যাট্রিক হোয়াইটসেলকে বিয়ে করেন লরেন। বিয়ের পর ২০০৬ সালে পুত্রসন্তান ইভান এবং ২০০৮ সালে কন্যাসন্তান এলার জন্ম দেন তিনি।
কানাঘুষো শোনা যায়, ২০১৮ সালে জেফের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তা নিয়ে তীব্র সমালোচনাও শুরু হয়। ২৫ বছর ধরে ম্যাকেনজি স্কটের সঙ্গে বিবাহিত জীবন জেফের। লরেনের কারণেই নাকি জেফ এবং ম্যাকেনজির ২৫ বছর দাম্পত্য জীবনে ছেদ পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।