জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের শীর্ষ কর্মকর্তা।
রোববার বাংলাদেশ বেতার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সালাহউদ্দিন আহমেদের সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইনফরমেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব ও গণসংযোগের সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
সালাহউদ্দিন আহমেদ ও তার স্ত্রী বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানান তিনি।
শুক্রবার (১২ জুন) তিনি এবং তার স্ত্রী নমুনা পরীক্ষা করতে দিলে রোববার (১৪ জুন) তাদের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হন। তিনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। একইসঙ্গে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর আগ্রাসন থেকে দেশবাসী তথা পুরো বিশ্ববাসীর মুক্তির জন্যও তিনি সবাইকে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন।
বিসিএস (তথ্য) ক্যাডারের নবম ব্যাচের এ কর্মকর্তা বাংলাদেশ ইনফরমেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।