জুমবাংলা ডেস্ক : সরকারি আইনে পরিবর্তনের ফলে এখন বেদখল জমি উদ্ধার আগের তুলনায় অনেক সহজ হয়েছে। দেওয়ানি কার্যবিধিতে (Civil Procedure Code) আনা নতুন নিয়মে বিচারিক প্রক্রিয়া সহজ ও দ্রুততর হয়েছে, যা সাধারণ মানুষকে দ্রুত জমি ফেরত পাওয়ার সুযোগ দিচ্ছে।
সাক্ষী ছাড়াই রায়
আগে জমি উদ্ধারে আদালতে মামলা করতে হতো, প্রচুর কাগজপত্র ও সাক্ষী দিতে হতো। এখন থেকে জমির মালিকরা শুধুমাত্র দলিল, খতিয়ান, ওয়ারিশ সনদ জমা দিলেই আদালত সেগুলো যাচাই করে রায় দিতে পারবে। সাক্ষী হাজির করার বাধ্যবাধকতা আর নেই। কেবল আদালতের প্রয়োজন হলে সাক্ষী ডাকা হবে।
রায়ের সঙ্গে সঙ্গেই দখল ফেরত
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো— এখন আদালত রায় দেওয়ার সঙ্গে সঙ্গেই বেদখল জমি উদ্ধারের নির্দেশ দিতে পারবে। আগে দখল বুঝে পেতে আলাদা মামলা করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল।
অবাধ্য দখলদারদের শাস্তি
যারা আদালতের নির্দেশ না মেনে জমি দখলে রাখবে, তাদের বিরুদ্ধে জরিমানা ও জেলসহ কঠোর ব্যবস্থা নেওয়া যাবে। পূর্বে জরিমানার পরিমাণ ছিল ২০ হাজার টাকা, যা এখন বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।
প্রযুক্তি জগতে পরিবর্তনের হাওয়া: ফেসবুক, গুগল ও আইফোনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
সারাদেশে কার্যকর
দেশের সব আদালতে এই নতুন নিয়ম কার্যকর হবে। এর ফলে সাধারণ মানুষ সহজেই বেদখল জমি উদ্ধার করতে পারবেন এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।