স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের দশ নম্বর সেঞ্চুরির দেখা পেয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন তিনি সেঞ্চুরি করেই অদ্ভুত এক সেলিব্রেশন করেছিলেন। বাঁ-হাতের তিনটি আঙুল মুড়ে সেই সেলিব্রেশন-এর অর্থ কী!
আসলে স্টোকসের এই উদযাপনের পেছনে আছে বাবার প্রতি ভালোবাসা। স্টোকসের বাবা গেড স্টোকস সাবেক রাগবি খেলোয়াড়। তিনি ছোট্ট বেনকে নিয়ে নিউজিল্যান্ড থেকে ইংল্যান্ড এসেছিলেন। ইংল্যান্ডে এসে রাগবি কোচ হিসাবে তিনি কাজ করেছেন। এক দেশ থেকে আরেক দেশে এসে তাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু তিনি সব সমস্যার সমাধান খুঁজেছেন। অনেক লড়াই করে তিনি ছেলেকে ক্রিকেটার হিসাবে গড়ে তুলেছিলেন।
রাগবি খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন গেড স্টোকস। চিকিৎসকরা তাকে অস্ত্রোপচার করতে বলেছিলেন। সেইসঙ্গে রাগবি থেকে দূরে থাকতে বলেছিলেন। কিন্তু গেড স্টোকস আঙুল কেটে খেলা চালিয়ে যান! আঙুল না থাকা সত্বেও লড়াই চালিয়েছিলেন তিনি। বাবার প্রতি সম্মান জানাতেই বেন স্টোকস এমন উদযাপন করেছেন। এর আগে জানুয়ারি মাসেও তিনি এরকম উদযাপন করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই সিরিজ চলার সময় তার বাবা হাসপাতালে ভর্তি ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।