Advertisement
জুমবাংলা ডেস্ক: যশোরের বেনাপোলে বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
বেনাপোলের বারোপোতা সীমান্ত থেকে রবিবার রাতে তাকে আটক করা হয়। আটক রেহেনা বেগম (৩৮) বেনাপোল পোর্টথানাধীন শিবনাথপুর বারপোতা গ্রামের কামরুলের স্ত্রী।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শিবনাথপুর বারপোতা গ্রামের কামরুলের বাড়িতে অস্ত্র বেচাকেনা চলছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি ইউএসএ’র তৈরি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলিসহ রেহেনাকে আটক করা হয়। তবে এ সময় অস্ত্রের আসল মালিক তার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। সোমবার দুপুরে আটক রেহেনাকে যশোর আদালতে পাঠানো হয় এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।