আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ হাবল-কে মহাকাশে পাঠিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা কেন্দ্র সুপারকো! এমন বেঁফাস মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রলের স্বীকার হলেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
রবিবার পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জিও নিউজে’র একটি অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদের দাবি, ‘বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ হাব্লকে মহাকাশে প্রেরণ করেছে সুপারকো (স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন)।’
শুধু তাই নয়, ওই অনুষ্ঠানের সঞ্চালকের কাছে তাঁর আরও দাবি, ‘একটি উপগ্রহে বসিয়ে তা মহাকাশে পাঠানো হয়েছে।’
ওই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ব্যঙ্গ-বিদ্রূপের তির ছুটে আসে ইমরান খান সরকারের ওই মন্ত্রীর দিকে।
টুইটারে এক ব্যক্তি লিখেন, এ বার হয়তো নাসার প্রধান ইস্তফা দেবেন। এবং ফাওয়াদ চৌধুরির মন্ত্রকের অধীনস্থ সুপারকো-র প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।
অন্য এক নেটিজেনের কটাক্ষ, ‘আপনি তো আপনার পূর্বসূরিদেরও ছাপিয়ে গিয়েছেন। আপনার পৃষ্ঠপোষকতায় মাত্র কয়েক দিনেই আমরা বুঝতে পারলাম ‘হাবল’ টেলিস্কোপকে মহাকাশে পাঠিয়েছে সুপারকো… অসাধারণ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।