বেরোবি প্রতিনিধি : দর্শনার্থীর কাছে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল কর্মী সামিউলের ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এ বিষয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের পুলিস ফাঁড়িতে সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী দর্শনার্থী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোঃ রুহুল আমিন। টাকা লেনদেনের একটি স্ক্রিনশট প্রতিবেদকের হাতে এসেছে।
বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয় ভিসি রোডে মোঃ রুহুল আমিন (১৮) ও তার বান্ধবী আটকে জোর করে টাকা আদায় করেন। এ অভিযোগ জানায়ে লিখিত ভাবে বিশ্ববিদ্যালয় পুলিস ফাঁড়ির অফিসার ইনচার্জ বরাবর সামিউলসহ পাঁচ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন৷
এ বিষয়ে ভুক্তভোগী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোঃ রুহুল আমিন তাজহাট থানার অফিসার্স ইনচার্জ বরাবর চাঁদাবাজির বিরুদ্ধে প্রাথমিক ডায়রী করেন। অভিযোগপত্রে তিনি বলেন, আমি ও আমার বান্ধবী ক্যাম্পাসের বই মেলা দেখতে এসে ভিসি রোডে হাটছিলাম। এমতাস্থায় পিছন থেকে ক্যাম্পাসের ১৩ তম ব্যাচ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্র মোঃ সামিউল ইসলাম সহ পাঁচ জন মিলে রাস্তা আটকিয়ে ভয়ভীতি দেওয়া ও ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেখিয়ে জোরপূর্বক ১ হাজার নয়শত নব্বই টাকা পার্কের মোড়ে সাগরিকা হোটেলের পাশের এজেন্ট দোকানে বিকাশ ও নগতের এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করিয়ে নিয়েছে।
ছাত্রদল কর্মী সামিউল ইসলাম বলেন, আমি টাকা নেই নি। আমার বিরুদ্ধে থানায় যে জিডি হয়েছে সেটা এক ভাই করাইছে,আমি সেই ভাইয়ের সঙ্গে কথা বলেছি,ওই ভাই আমার সাথে পরে বসতে চেয়েছে। কে জিডি করাইছে, কে টাকা নিছে সব প্রমাণ ত আছে। যখন ঝামেলা লাগে আনি তখন যাই। আমি শুধু ওখানে গিয়েই ফাঁসি গিয়েছি।
এ বিষয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, অভিযোগটি গতকার রাতে আমরা পেয়েছি। অভিযোগপত্রটি এখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠিয়ে দিবো। প্রশাসন থেকে নির্দেশ দিলে আমরা আইনি পদক্ষেপ নিবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা এই অভিযোগের বিষয়ে কাল রাতে জেনেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অভিযোগকারী এবং অভিযুক্ত যারাই আছে তাদের নিয়ে বসবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।