বেরোবিতে নিষিদ্ধ ছাত্র রাজনীতি, স্বব্যানারে শ্রদ্ধা জানালেন ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র রাজনীতিসহ সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ থাকলেও বিজয় দিবসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়াই স্বাধীনতা স্মারকে স্বব্যানারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রাজনৈতিক সংগঠন ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’ বেরোবি শাখা।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, স্বৈরাচার সরকার পতনের পরে আমাদের বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তাই তাদের স্বব্যানারে ফুল দেওয়াকে আমরা নেতিবাচক হিসেবে দেখছি ।এটাকে আমরা বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির অনুপ্রবেশের চেষ্টা হিসেবে দেখছি।

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: ফেরদৌস রহমান বলেন,”এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নিবো।”