আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ইংরেজি গণমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, বেলারুশে সেনা ও অস্ত্র পাঠাতে যাচ্ছে রাশিয়া৷
ইউক্রেনের গোয়েন্দাদের বরাতে এমন তথ্য জানিয়েছে তারা।
গণমাধ্যমটি বলেছে, বেলারুশ রাশিয়ার ২০ হাজার সেনা বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে৷ বর্তমানে বেলারুশে রাশিয়ার এক হাজার সেনা অবস্থান করছে৷
তাছাড়া নিজেদের পার্শ্ববর্তী দেশটিতে আরও অস্ত্রও মোতায়েন করবে রাশিয়া৷
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া৷ এর আগে বেলারুশে ৩০ হাজার সেনা মোতায়েন করেছিল তারা৷
ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে বেলারুশে এসব সেনা মোতায়েন করা হয়েছিল৷ সেই পরিকল্পনা অনুযায়ী বেলারুশ থেকে কিয়েভের দিকে এগিয়েও গিয়েছিল রুশ সেনারা৷ কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়৷
সূত্র: দ্য গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।