সাপ নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের শেষ নেই। এটি নিংসন্দেহে পৃথিবীর অন্যতম বিষাক্ত এবং ভয়ঙ্কর প্রাণীর একটি। তাদের মধ্যে ইয়েলো বেলি’ড সি স্নেক চতুর্থ বিষধর সাপ। তবে এ ধরনের সাপ সচরাচর খুব একটা দেখা যায় না। কিন্তু মজার বিষয় হচ্ছে হলুদ রঙ এর পেটযুক্ত কালো এ সামুদ্রিক সাপটি দেখতে যতটা সুন্দর তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর।
ইয়েলো বেলি’ড সি স্নেক আড়াই থেকে তিন ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই বিষধর সামুদ্রিক সাপের লেজের অংশটি নৌকোর দাঁড়ের মতো চ্যাপ্টা আর মুখটা অনেকটা হাঁসের ঠোঁটের মতো। বাংলাদেশের বেশকিছু উপকূলীয় এলাকায় দেখা যাচ্ছে এই বিষধর সাপ।
বেলি’ড সি স্নেক সাপের এক ছোবলেই মৃত্যু অনিবার্য। সাধারণত উপকূলের কয়েক কিলোমিটারের মধ্যে এই সাপ পাওয়া যায়। এরা বেশিরভাগ সময় অগভীর পানিতে থাকতে পছন্দ করে। বিশ্বের স্থল ও সমুদ্রভাগের সব সাপের মধ্যে ‘ইয়েলো-বেলিড সি’ সাপটি চতুর্থ বিষধর সাপ।
গত বছর কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা গিয়েছিল বিরল এই সাপটি। কিছুদিন আগে নোয়াখালীর হাতিয়ায় দেখা মিলেছে এই সাপের। ভয়ঙ্কর বিষধর ইয়েলো বেলি’ড সি সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই। তাই সমুদ্র সৈকতে এই ধরণের সাপ দেখলে দূরত্ব বজায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।