আন্তর্জাতিক ডেস্ক : আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন অনেকেরই থাকে। তবে জীবনে সেই স্বপ্ন পূরণ করতে পারে ক’জন? ইচ্ছা থাকলে বেলুনে ঝুলেও যে আকাশে ওড়া যায়, তা দেখিয়ে দিলেন মার্কিন যুবক ডেভিড ব্লাইনে।
গতকাল বুধবার অ্যারিজোনা মরুভূমিতে তিনি হিলিয়াম বেলুনের টানে উড়ে বেড়িয়েছেন। উড়ে ওঠার জন্য তিনি ৫০টি হিলিয়াম গ্যাসে ভরা বেলুন ব্যবহার করেছেন।
উড়ে ওঠার আগে ডেভিড ব্লাইনে বলেন, আমি যে কাজগুলো করেছি তার প্রতিটি স্টান্ট ধৈর্য সহকারে করেছি। আর আমি যে ব্যাপারে ভেবেছি এটা সম্ভব হবে, সেটা করেছি।
তিনি আরো বলেন, আমি জানি বহু মানুষ এভাবে আকাশে ওড়ার স্বপ্ন দেখে। কিন্তু শেষ পর্যন্ত আর সাহস করে উঠতে পারে না।
গতকাল সকালে ডেভিড আধা ঘণ্টার বেশি সময় বেলুনের টানে আকাশে ভেসে বেড়িয়েছেন। পুরো দৃশ্য ইউটিউবে দেখানো হয়েছে। অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমেও ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
তার লক্ষ্য ছিল ১৮ হাজার ফুট উঁচুতে উঠবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ২৪ হাজার নয়শ ফুট উঁচুতে উঠে যান। তার মানে চার দশমিক সাত মাইল উঁচুতে উঠেছিলেন তিনি। এরপর সেখান থেকে প্যারাসুটে করে নেমে আসেন।
নেমে আসার পর তিনি মন্তব্য করেন, ওয়াও, এটা দারুণ ছিল।
সূত্র : সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।