দীপিকার থেকেও ভাল, ‘বেশরম রং’ গানে তরুণীর নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা
বিনোদন ডেস্ক : কালো টপ, আর বাহারি স্কার্ট পরনে। নির্মেদ শরীর মোহাচ্ছন্ন হয়ে তাল মেলাচ্ছেন ‘বেশরম রং’ (Besharam Rang) গানের ছন্দে। তরুণীর এমন ভিডিও দেখেই মুগ্ধ নেটিজেনরা। এ নাচ নাকি দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) থেকেও ভাল। এমনই মত অনেকের।
ইনস্টাগ্রাম প্রোফাইল সূত্রে জানা যাচ্ছে, লাস্যময়ী এই তরুণীর নাম সৃষ শুক্লা। এমন নানা ভিডিও তাঁর প্রোফাইলে দেখা যায়। আর তা দেখেন পাঁচ লক্ষেরও বেশি ফলোয়ার। ২৫ জানুয়ারি ‘পাঠান’ (Pathaan) সিনেমার ‘বেশরম রং’ গানটির ভিডিও আপলোড করেন সৃষ।
সেই গানটিই এতদিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ তাঁকে ‘হট’ বলে প্রশংসা করেছেন, কেউ আবার দিয়েছেন ‘সেক্সি’ তকমা। অনেকে দীপিকার সঙ্গেও তুলনা করে বসেছেন।
View this post on Instagram
উল্লেখ্য, ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পায় ‘পাঠান’। তার আগে ‘বেশরম গান’ নিয়ে প্রবল আপত্তি তোলা হয়েছিল। নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়েও করা হয়েছিল তীব্র কটাক্ষ। ট্রেন্ডিং হয়েছিল ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ। কিন্তু শাহরুখের কামব্যাক ছবির মুক্তির দিন যত এগিয়ে আসে ততই বিতর্কের রং ফিকে হয়। এখন এই গানই জনপ্রিয়তার শিখরে।
শুক্রবার ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে যে হিসেবে দেওয়া হয়েছে সেই অনুযায়ী সারা বিশ্বে ৯৭৬ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। ভারতে ছবির আয় ৬০৯ কোটি টাকা। আর বিদেশে ৩৬৭ কোটি টাকা। অর্থাৎ হাজার কোটির মাইলস্টোন ছোঁয়া শুধুই কিছু সময়ের অপেক্ষা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel