বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। বিদেশ থেকে রেমিটেন্স আসার কারণে তা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রিজার্ভ বেড়ে একুশ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। বাংলাদেশ ব্যাংক তাদের লেটেস্ট হালনাগাদ প্রতিবেদন পাবলিশ করেছে।
সেখানে এসব তথ্য উঠে আসে। হালনাগাদ প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, বর্তমানে আমাদের দেশের রিজার্ভ রয়েছে ২০.৮৫ বিলিয়ন ডলার। এটি আইএমএফ এর দেওয়া পদ্ধতি অনুযায়ী প্রকাশ করা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক ভিন্ন হিসাব করছে। তাদের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে 26.11 বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে।
ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৫৪৬ কোটি টাকা। অর্থাৎ চলতি মাসে ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে রেমিট্যান্স।
এর আগে জানুয়ারি মাসে ২১৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আর অর্থবছরের হিসাবে, গত আগস্ট থেকে টানা ছয় মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।