বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Cyborg Yoda নিয়ে এলো নতুন বৈদ্যুতিক ক্রুজার বাইক, এক চার্জেই চলবে ১২০ কিমি। প্রতিটি ছেলের কাছে বাইক স্বপ্নের জিনিস। বাজারে কখন কোন ব্যান্ডের বাইক আসছে তা জানার জন্য অধীর আগ্রহ থাকে।
ভারতের বাজারে এরকম দুর্ধর্ষ বাইক এল যা খুবই বিরল প্রকৃতির। হ্যাঁ একটি নতুন ইলেকট্রিক টু- হুইলার কোম্পানি ভারতের বাজারে এনেছে এই নতুন বাইকটি। Ignitron Motocrop নামক এই কোম্পানিটি CYBORG ব্যান্ডের অধীনে নতুন বছরে দেশের প্রথম এক বৈদ্যুতিক ক্রুজার বাইক লঞ্চ করা হয়েছে। এই দুর্দান্ত মডেলের ইলেকট্রিক ক্রুজার বাইকটির নাম হল Cyborg Yoda।
এই নতুন বাইকটি পেট্রোল নয় বরং বিদ্যুৎে চলবে৷ এই বাইকটিতে মাত্র একবার সম্পূর্ণ চার্জ দিলেই দৌড়াতে পারবে ১২০ কিলোমিটার পর্যন্ত স্পিডে চলতে পারবে। পাশাপাশি এই গাড়ির ব্যাটারি পাল্টানোর সুবিধা রয়েছে।
এই গাড়ির কোম্পানির মালিকের মতে, এই বাইকটি ভারতের যে কোনো ব ভূপ্রকৃতি কিংবা প্রতিকূল জলবায়ু পরিস্থিতিতে চলাচল করতে পারবে। Cyborg Yoda বৈদ্যুতিক বাইকটি নিও-রেট্রো ডিজাইনের সাথে ক্রুজার লুক ও দেওয়া হয়েছে।
পাশাপাশি এই বাইকে গোলাকার আকৃতির হেডল্যাম্প, টেল লাইট এবং টার্ন ইন্ডিকেটর ডিজাইন করা হয়েছে। প্রচলিত ক্রুজারের মতই ঠিক রয়েছে দীর্ঘ এবং প্রশস্ত হ্যান্ডেল বার। গাড়িটির লো- স্যাডল এবং ফরওয়ার্ড- সেট ফুডপেগ যাত্রীকে এক আরামদায়ক যাত্রার অনুভূতি দেবে। এছাড়া এই বাইকে রয়েছে অ্যান্টি- থেফট অ্যালার্ম, পিলার ব্যাকরেস্ট, চাবিহীন ইগনিশন, সাইড প্যানিয়ার বক্স এবং অ্যাডজাস্টেবল সাসপেনশন সেটআপ।
যদিও কোম্পানি হার্ডওয়্যার এবং ব্যাটারি ও মোটর কার্যকারিতা সম্পর্কে খুব একটা বেশি তথ্য দেওয়া হয়নি কোম্পানির তরফ থেকে। তবে এই কোম্পানির দাবি করেছেন, এই বাইক একবার চার্জ দিলে প্রায় ১২০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। কোম্পানির তরফ থেকে একটি কম্প্যাক্ট হোম চার্জার অফার করা হবে, যার মাধ্যমে ৩০ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।