বৈদ্যুতিক গাড়ি জ্বালানি–সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বর্তমানে বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ও ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করছেন অনেকে। তবে বৈদ্যুতিক গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকায় নিরাপদে গাড়ি চালাতে বেশ সমস্যা হয় চালকদের। এ সমস্যা সমাধানে চালকদের জন্য ‘বিল্ড ইয়োর ড্রিমস এনইভি (নিউ এনার্জি ভেহিকেল) ট্রেনিং ২০২৪’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে যাচ্ছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিওয়াইডি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর থেকে প্রশিক্ষণ কর্মসূচির জন্য চালক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া আগ্রহী চালকেরা আগামী ৩ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিওয়াইডি সার্ভিস সেন্টার থেকে প্রশিক্ষণের জন্য নিবন্ধন করতে পারবেন। ১০ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হবে, ফলে দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বিওয়াইডি বাংলাদেশের হেড অব বিজনেস আমিদ সাকিফ খান জানিয়েছেন, দেশে এনইভির ব্যবহার পরিবেশের মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আর তাই চালকদের এনইভি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে চালকেরা এনইভি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের পাশাপাশি রাস্তায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।