বিজনেস ডেস্ক : পাইকারি বাজারে সম্প্রতি সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলো কোরবানি ঈদকে সামনে রেখে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াতে শুরু করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগে আমদানি করা হলেও সয়াবিন তেল বেশি দামে বিক্রি করে বাড়তি মুনাফা তুলে নেয়ার প্রবণতা পণ্যটির দাম বাড়াতে প্রভাবক হিসেবে কাজ করছে। একই সঙ্গে আসন্ন কোরবানি ঈদের আগে বাড়তি চাহিদার বিষয়টিও সয়াবিন তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে। বাজারসংশ্লিষ্টরা জানান, ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার পর এক দফায় প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২-৩ টাকা বাড়িয়ে দিয়েছিল কোম্পানিগুলো।
সম্প্রতি নতুন করে বোতলজাত সয়াবিনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে তারা। এরই মধ্যে মাঠপর্যায়ে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণার পাশাপাশি কিছু এলাকায় বাড়তি মূল্যে সয়াবিন তেলের বিক্রয় আদেশ দিয়েছেন কোম্পানি মনোনীত ডিলাররা।
খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, রূপচাঁদা ব্র্যান্ডের প্রতি পাঁচ লিটার সয়াবিন তেলের একেকটি বোতল ৫০৪ টাকায় বিক্রি হচ্ছে। দুই লিটারের একেকটি বোতলের দাম ১৯৮ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সিটি গ্রুপের তীরসহ অন্যান্য কোম্পানিও খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে।
এ বিষয়ে তীর ব্র্যান্ডের চট্টগ্রামের বিক্রয় ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন বলেন, আমাদের প্রতিষ্ঠান এখন পর্যন্ত আগের দামেই সয়াবিন তেল বিক্রি করছে। তবে সয়াবিন তেলের দাম বাড়ানো হবে বলে শুনেছি। এখন পর্যন্ত দাম বাড়ানোর কোনো আদেশ আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।