হিমাচল প্রদেশে একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে। মোবাইল ফোন বিস্ফোরণে আহত হওয়ার পর এক তরুণীর মৃত্যু হয়েছে। তাকে টাণ্ডা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। মোবাইল বিস্ফোরণের ঘটনা মাঝেমধ্যেই সামনে আসে। ফের এমনই একটা ঘটনা প্রকাশ্যে৷
মোবাইল বিস্ফোরণে আহত হওয়া এক তরুণীর চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে। ২০ বছরের কিরণ নামে তরুণী হিমাচল প্রদেশের টাণ্ডা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন, যেখানে রবিবার তার মৃত্যু ঘটে। সাত দিন ধরে গুরুতর আহত ওই তরুণীর চিকিৎসা চলছিল।
রাজ্যে মোবাইল বিস্ফোরণজনিত মৃত্যুর এটি প্রথম ঘটনা। যদিও এর আগেও মোবাইল বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে, কিন্তু ঠিক কোন কোম্পানির ফোন বিস্ফোরিত হয়েছিল, সেই তথ্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।