স্পোর্টস ডেস্ক: করোনা পরবর্তী সময়ে থুতু দিয়ে বল পালিশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে আইসিসির ক্রিকেট কমিটি। প্রাণঘাতী এই ভাইরাসের আতঙ্ক এড়াতে এই পদ্ধতি যে কার্যকরী তারও ব্যাখ্যা দিয়েছে অনিল কুম্বলে নেতৃত্বাধীন কমিটি।
কিন্তু এত দিনের অভ্যাস হঠাৎ করে বদলানো কঠিন। ভুল করে থুতুর ব্যবহার করতে পারেন বোলাররা। তাই বোলারদের মাস্ক পরে খেলার প্রস্তাব দিলেন বর্তমান পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ উল হক।
মিসবাহ’র প্রস্তাব, এত দিনের অভ্যাস হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয়। অনিচ্ছাকৃতভাবে হয়তো থুতুর ব্যবহার করে ফেলবে কেউ কেউ। তা বন্ধ করার একটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তাই বোলিংয়ের সময় মাস্ক ব্যবহার করুক বোলাররা। থুতু ব্যবহার করার সম্ভাবনা আর হয়তো থাকবেই না।
মিসবাহ মনে করেন, পাক পেসাররা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। কারণ, রিভার্স সুইংয়ের ওপর নির্ভর করেন শাহিন শাহ আফ্রিদিরা।
তিনি বলেন, আমাদের বোলাররা সব সময় বলের একটি দিকের ওজন বাড়িয়ে রাখার চেষ্টা করে থুতুর সাহায্যে। পুরনো হলে সে দিকেই বাঁক নেয় বল। এখন দেখা যাক, কীভাবে ওরা মানিয়ে নেয়।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে সারাবিশ্বে গেল মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।