আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাদাউন জেলায় বৌভাতের রাতে শ্বশুরবাড়ির সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে গহনা ও নগদ অর্থ নিয়ে পালিয়েছেন এক নববধূ।
গত সোমবার (৯ ডিসেম্বর) প্রবীণ ও রিয়া নামের ওই নবদম্পতির বিয়ে হয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে চুরির ঘটনার পর বাদাউনের পুলিশ সুপার (এসপি) জিতেন্দ্র কুমার শ্রীবাস্তবের কাছে অভিযোগ জানান প্রবীণের পরিবার। অভিযোগে বলা হয়, ৭০ হাজার নগদ রুপি আর ৩ লাখ রুপির গহনা নিয়ে পালিয়েছেন রিয়া।
প্রবীণের বাবা রাম লাডেটে জানিয়েছেন, ছেলের বিয়েতে ৪ লাখ রুপি খরচ করেছেন তিনি। বিয়েতে কনে খুঁজে দেন টিংকু নামের এক ঘটক। কনেপক্ষকে দেওয়ার নাম করে বিয়ের আগেই টিংকু তার কাছ থেকে টাকা নেন। দরিদ্র কনেপক্ষকে গহনা তৈরি করতে এই অর্থ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ ঘটনায় হতাশ নতুন বর প্রবীণও। নববধূ যে এভাবে সব হাতিয়ে পালাবে তা ভাবতেও পারেননি তিনি। এদিকে তদন্তে নেমে ঘটক টিংকুকে খুঁজছে পুলিশ। সবকিছুর পেছনে তার হাত রয়েছে বলে ধারণা করছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।