গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ফাঁকা গুলি চালিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৬ লাখ ৪১ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোবাবার বেলা পৌনে ১১টার দিকে চান্দনা চৌরাস্তার উত্তর পাশে সিয়াম ফিলিং স্টেশনের কাছে ঢাকা-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম নূরুল হক রতন। তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘জাপান ট্যোবাকো’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক।
ব্যবসায়ী নূরুল হক রতন জানান, তিনি তার চান্দনা চৌরাস্তার অফিস থেকে ১৬ লাখ ৪১ হাজার টাকা নিয়ে অফিসের ছয় কর্মচারীসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পূবালী ব্যাংকের উদ্দেশে হেঁটে রওনা দেন। অফিস থেকে কিছু দূর যাওয়ার পর পেছন থেকে ৫-৬ জন ছিনতাইকারী লাঠিসোটা ও রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের মারধরে তিনি ও কর্মচারী সোহেল আহত হয়েছে। এক পর্যায়ে ছিনতাইকারীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে কর্মচারী সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ চৌধুরী টাকা ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে গুলির বিষয়টি তিনি নিশ্চিত নন বলে জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।