মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে, পোল পরিচালনা করা যায়। এছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। এর জন্য প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটি অফিসিয়াল কাজ ছাড়াও ব্যক্তিগত কাজে প্রচুর মানুষ এটি ব্যবহার করে থাকে। তাই ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন ফিচার আনে মেটা। এবার হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। নতুন এই ফিচারটি হচ্ছে টাইপিং ইন্ডিকেটর।
এর মাধ্যমে মাধ্যমে ব্যক্তিগত চ্যাটে বা গ্রুপ চ্যাটে কে টাইপ করছে তা সঙ্গে সঙ্গে দেখা যাবে। কেউ টাইপ করলে হোয়াটসঅ্যাপের তিন ডটের সঙ্গে প্রোফাইল ছবি ভাসমান অবস্থায় দেখা যাবে। ফিচারটি ব্যবহারকারীদের চ্যাটে সক্রিয়ভাবে যুক্ত থাকার বিষয়টি আরও স্পষ্টভাবে চিহ্নিত করবে। এছাড়া প্রোফাইল ছবি দেখা যাওয়ায় সহজেই জানা যাবে কে কথোপকথনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসের জন্যই ফিচারটি চালু করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ বলছে, এই ফিচারে তিনটি ডটের (…) ভিজ্যুয়াল নির্দেশক দেখা যাবে, যা চ্যাট স্ক্রিনের নিচের অংশে প্রদর্শিত হবে এবং যে ব্যবহারকারী টাইপ করছেন, তার প্রোফাইল ছবি সেখানে দেখা যাবে।
বিশেষত, গ্রুপ চ্যাট-এ এই ফিচারটি বেশ কার্যকরী হবে। কারণ একাধিক ব্যবহারকারী একসঙ্গে টাইপ করলে তা সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। সেই সঙ্গে টাইপিংয়ের মতোই কেউ যদি ভয়েস নোট দিয়ে থাকে তাহলেও মাইকের সাইন চ্যাটে দেখা যাবে।
এদিকে অন্য এক প্রদিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার এনেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বার্তা লিখে সংরক্ষণ করে রাখতে পারবে। যেটির নামকরণ করা হয়েছে ‘ড্রাফট ফিচার’। এর ফলে অসমাপ্ত মেসেজও খুঁজে পেতে পারবে অ্যাপ ব্যবহারকারীরা। কারণ ই-মেইলের মতোই তা স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট হিসেবেই সেভ হয়ে যাবে।
এটি শুধু মাত্র খসড়া মেসেজের ফিচার, বাড়তি আর তেমন কোনো সুবিধা নেই। গোটা বিশ্বেই অ্যাপে সুবিধাটি আসছে। ফলে হোয়াটসঅ্যাপে মেসেজ পুরোপুরি টাইপ করার জন্য কোনো বাড়তি চাপ থাকবে না। ধীরে-সুস্থে করে মেসেজ টাইপ করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।