বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অনলাইনে ছবি সংরক্ষণ ও ভাগাভাগির সবচেয়ে জনপ্রিয় সেবা হলো গুগল ফটোজ। সহজে ও বিনা মূল্যে ব্যবহার করা যায় এটি। যত ইচ্ছা তত ছবি রাখা যায়। এবার নতুন সুখবর হলো গুগল ফটোজের লকড ফোল্ডার ফিচার আইওএস ও অন্যান্য অ্যানড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো চলতি বছরের মে মাসেই লকড ফোল্ডার ফিচার নিয়ে হাজির হয়েছিল গুগল ফটোজ় (Google Photos Locked Folder Feature)। তখন এ সুবিধা শুধু পিক্সেল ফোনেই ছিল।
চলতি বছরের জুনে ফিচারটি আনার ঘোষণা দিয়েছিল গুগল। ২০২১ সালের শেষ নাগাদ আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে ফিচারটি চালুর আশ্বাস দিয়েছিল প্রতিষ্ঠাটি। তারা সেই কথাই রেখেছে। খবর গ্যাজেটস নাউ
গুগল ফটোজের লকড ফোল্ডার ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেসব ছবি-ভিডিও অন্যদের দেখাতে চান না, সেগুলো আড়াল করতে পারবেন। এটি পাসওয়ার্ড প্রটেক্টেড একটি স্টোরেজ, যেখানে ছবিগুলো নিরাপদে সংরক্ষণ করা যাবে।
লকড ফোল্ডারে যেসব ছবি-ভিডিও রাখা হবে সেগুলো ব্যাকআপ হবে না, শেয়ারও করা যাবে না। একজন ব্যবহারকারী লাইব্রেরির ট্যাব অপশন থেকে ইউটিলিটিজে প্রবেশ করে লকড ফোল্ডারে সংরক্ষিত ছবি-ভিডিও দেখতে পারবেন।
অ্যানড্রয়েড পুলিশ সর্বপ্রথম ফিচারটি ব্যবহারের বিষয়টি দেখতে পায়। প্রতিষ্ঠানটি স্যামসাং গ্যালাক্সি এ৫২-এর একটি স্ক্রিনশট শেয়ার করেছে। যেখানে ব্যবহারকারীদের নতুন ফিচারের বিষয়ে নোটিফিকেশন পাঠাতে দেখা গেছে। নোটিফিকেশন সোয়াইপ আপ করার পর পরই ব্যবহারকারীরা গুগল ফটোজের লকড ফোল্ডার ফিচারে প্রবেশ করতে পারছিলেন।
অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন, ট্যাব, আইফোন, আইপ্যাড, ম্যাক বা উইন্ডোজ কম্পিউটার—যেকোনো যন্ত্রে গুগল ফটোজ ব্যবহার করা যায়। ২০১৫ সালে চালুর পর ব্যবহারকারীরা দ্রুত সেবাটি গ্রহণ করেছেন।
গুগল ফটোজে ছবি রাখার আকার হিসেবে ‘হাই কোয়ালিটি’ নির্বাচন করলে ব্যাকআপের জন্য অসীম জায়গা (স্টোরেজ) মিলবে। এর মানে যত ইচ্ছা ছবি রাখতে পারবেন। তবে ছবির আকার ১৬ মেগাপিক্সেলের বেশি হলে স্বয়ংক্রিয়ভাবে সেগুলোকে ১৬ মেগাপিক্সেলে সংকুচিত করে ফেলবে।
‘অরিজিনাল কোয়ালিটি’ অপশনটি নির্বাচন করলে কোনো সংকোচন ছাড়াই ছবি রাখা যাবে, তবে আপনার গুগল অ্যাকাউন্টের স্টোরেজ কোটা থেকে খরচ হতে থাকবে। গুগল অ্যাকাউন্টের স্টোরেজ কোটা ফুরিয়ে গেলে আর ছবি রাখতে পারবেন না। ফ্রি অ্যাকাউন্টের জন্য এই স্টোরেজ কোটা ১৫ গিগাবাইট। চাইলে অতিরিক্ত জায়গা কেনার সুযোগ আছে। চলুন দেখা যাক গুগল ফটোজে ছবি ব্যাকআপ করার পদ্ধতি।
স্মার্টফোন বা ট্যাব থেকে
* আইওএস বা অ্যান্ড্রয়েড-চালিত যন্ত্রে ‘গুগল ফটোজ’ অ্যাপটি নামিয়ে ইনস্টল করে নিন
* অ্যাপটি চালু করে মেনু বোতাম (তিনটি অনুভূমিক রেখা) চাপুন
* ‘সেটিংস’ নির্বাচন করুন
* এরপর ‘ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক’ অপশন নির্বাচন করুন
* ওপরের বোতাম ব্যবহার করে ব্যাকআপ চালু করুন
কম্পিউটার থেকে
* ‘গুগল ব্যাকআপ এবং সিঙ্ক’ সফটওয়্যার নামিয়ে ইনস্টল করুন (ঠিকানা: bit.ly/2FVGX7C)
* সফটওয়্যারটিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন।
* যে ফোল্ডারের ছবি নিয়মিত আপলোড করতে চান সেটি নির্বাচন করুন
* হাই অথবা অরিজিনাল কোয়ালিটি নির্বাচন করুন
* গুগল ফটোজে ছবি ও ভিডিও আপলোড করার অপশনটিতে ক্লিক করুন
* গুগল ড্রাইভ থেকে ফাইল সিঙ্ক করবেন কি না, তা নির্বাচন করুন
* ব্যাকআপ শুরুর জন্য ওকে করুন ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।