ব্যবহারকারীদের জন্য ফেসবুক নিয়ে আসলো চমৎকার ফিচার

ফেসবুক

ব্যবহারকারীদের নিউজ ফিড যেন আরো বেশি কাস্টমাইজ করা যায় সেজন্য ফেসবুক নতুন ফিচার টেস্ট করে দেখছে। এবার ফেসবুক Show more এবং Show less নামে দুটি বাটন তাদের ফিডে যুক্ত করেছে।

ফেসবুক

ফেসবুক জানায় যে আপনি যদি Show more বাটনে ক্লিক করেন তাহলে সাময়িক সময়ের জন্য পোষ্টের র‍্যাংকিং স্কোর বৃদ্ধি পাবে। আবার যদি আপনি Show less বাটনে প্রেস করেন তাহলে র‍্যাংকিং স্কোর সাময়িকভাবে কমে যাবে।

আপনার পোস্ট প্রভাবিত হওয়ার মেয়াদ থাকবে ৬০ দিন। ফেসবুক আসলে এ ফিচারটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। মানুষ এ ফিচারটি পছন্দ করে কিনা বা কোন উদ্দেশ্যে ব্যবহার করে সেটি ফেসবুক টেস্ট করে দেখছে।

ফেসবুক আরও জানায় যে তারা কাস্টমারদের চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে প্রস্তুত। তাছাড়া আগে থেকেই আপনি যে কোন পোস্ট অন্যরা যেন না দেখতে পারে সেজন্য Hide করার অপশন ব্যবহার করতে পারতেন।

ব্যবহারকারীরা এখন থেকে এই ফিচার উপভোগ করতে পারছেন। ফেসবুক তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমকে আরও উন্নত করতে চায়। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফিডব্যাক প্রদানের বিষয়টি নতুন জায়গায় নিয়ে গিয়েছে।

এ ফিচারের একটি সুবিধা হচ্ছে ব্যবহারকারীরা এখন কোন ধরনের পোস্ট বেশি দেখতে চায় বা কম দেখতে চায় সে বিষয়টি তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে।

যারা ফেসবুক ব্যবহার করেন তারা সব সময় চাবেন যেন তাদের নিউজফিডে গুরুত্বপূর্ণ কন্টেন্ট সবার আগে প্রদর্শিত হয়। পাশাপাশি কম গুরুত্বপূর্ণ কনটেন্ট যেন নিচের দিকে থাকে।

ফেসবুকের এ ফিচারের কারণে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ কন্টেন্ট বাছাই করতে পারবেন। কোন কন্টেন্ট তার জন্য দরকার এবং কোনটির দরকার নয় সেটা নির্বাচন করতে পারবেন।

এর আগে ব্যবহারকারীদের অভিযোগ ছিল যে অনেক অপ্রয়োজনীয় কন্টেন্ট তাদের নিউজ ফিডের উপরের দিকে চলে আসে। এ ফিচার যোগ করার মাধ্যমে সমস্যাটির সমাধান হয়েছে।