জুমবাংলা ডেস্ক : ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে বের হয়ে গ্রাহক দেখতে পান, ব্যাগের চেইন খোলা এবং ব্যাগের ভেতরের টাকা উধাও। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় কুমিল্লার দেবীদ্বার কলেজ রোডের অগ্রণী ব্যাংক লিমিটেড দেবীদ্বার শাখায়।
ওই ব্যাংক থেকে দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের পশ্চিমপাড়া প্রবাসী মাহববুর রহমানের স্ত্রী মোসা. পারভিন আক্তার স্থানীয় অগ্রণী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৫০ জারহা টাকা উত্তোলন করে ব্যাংকের দরজায় এসে দেখেন তার ভ্যানিটি ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরের টাকা উধাও।
তাৎক্ষনিক ব্যাংক ব্যবস্থাপককে বিষয়টি অবিহিত করে ওই নারী ৯৯৯-এ কল করে ঘটনাটি জানান। খবর পেয়ে দেবীদ্বার থানার এসআই রেজোয়ান হক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোসা. পারভিন আক্তার জানান, বাড়ি সংস্কারের বকেয়া টাকা পরিশোধের জন্য তার প্রবাসী স্বামী ৫০ হাজার পাঠান। ওই টাকা ব্যাংক থেকে তুলে বিদ্যুৎবিল পরিশোধ করেন তিনি।
পরে বাকি টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় ভ্যানিটি ব্যাগে হাত দিয়ে লক্ষ্য করেন তার ব্যাগের চেইন খোলা পান এবং ব্যাগে কোনো টাকা নেই।
অগ্রণী ব্যাংক লিমিটেড দেবীদ্বার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শরিফুল আলম ভূঁইয়া বলেন, ‘বিষয়টি শুনেই সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। ঘটনাটি পৌনে ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ব্যাংকের ভেতরেই ঘটতে পারে। ওই নারীর পাশ ঘেঁষে থাকা একাধিক বোরখা পরা নারী দাঁড়ানো ছিলেন।’
এ ব্যাপারে তদন্তে আসা দেবীদ্বার থানার এসআই রেজোয়ানুল হক বলেন, ‘আমরা ৯৯৯-এ খবর পেয়ে এসেছি। ঘটনাটি তদন্ত করছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।