জুমবাংলা ডেস্ক: বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হচ্ছে।
আজ (৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন তিনি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে তাঁকে।
রওশন এরশাদের সঙ্গে আছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূসহ পরিবারের অন্য সদস্যরা।
শুক্রবার দুপুরে সাদ এরশাদ গণমাধ্যমকে বলেন, ‘ ঢাকার সিএমএইচ এর চিকিৎসকদের পরামর্শে আম্মাকে (রওশন এরশাদ) আজ বিকালে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাচ্ছি। তিনি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন, দেশসেবায় নিয়োজিত হতে পারেন, সেজন্য দেশবাসীর দোয়া চাই।’
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত ১৬ আগস্ট রওশন এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। গত ২৫ আগস্ট অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। আবারও অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।