জুমবাংলা ডেস্ক : রিট জটিলতার শঙ্কায় জনতা ও রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসারে স্থগিত রাখা এক হাজার ৮০৫ পদকে বাইরে রেখে চূড়ান্ত ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানের পরিচালিত ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস)। ঈদের আগে, অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১২-১৩ আগস্টের মধ্যে পাঁচ হাজার ৫৬৭ পদের ফল প্রকাশ করবে তারা। সরকারি ব্যাংকের নিয়োগের দীর্ঘসূত্রতা, জটিলতা ও চাকরিপ্রত্যাশীদের হতাশা তুলে ধরে কালের কণ্ঠে তিন পর্বের সিরিজ প্রকাশিত হয়।
বিএসসিএস সূত্র জানায়, সব কিছু ঠিক থাকলে আগামী ঈদের আগেই ফল প্রকাশ করবে। প্রথমে সিনিয়র অফিসার, অফিসার ও সর্বশেষ ক্যাশ অফিসার পদের ফল প্রকাশ করবে। এরই মধ্যে এই তিনটি সার্কুলারের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। আর স্থগিত বা বাইরে রাখা পদগুলোতে নিয়োগ দিতে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। নতুন আবেদন প্রয়োজন হবে না, আগের আবেদন থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন চাকরিপ্রত্যাশীরা।
উল্লেখ্য, ২০১৭ সালে সার্কুলার প্রকাশিত হলেও আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিত সিনিয়র অফিসার, সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার ও চার ব্যাংক ক্যাশ অফিসারে সাত হাজার ৩৭২ পদের ফল প্রকাশ করতে পারেনি বিএসসিএস। যার মধ্যে জনতা ও রূপালী ব্যাংকের রিট জটিলতায় এক হাজার ৬১৫ পদকে বাইরে রেখে এই তিনটি সার্কুলারে পাঁচ হাজার ৭৫৭ পদের নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে। এখন শুধু ফল প্রকাশের অপেক্ষা।
সূত্র জানায়, সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনবলের বিশাল ঘাটতি রয়েছে; কিন্তু জনবল নিয়োগে ২০১৭ সালের সার্কুলার হলেও এখনো নিয়োগ সম্পন্ন হয়নি। ২০১৮ সালেও সার্কুলার প্রকাশিত হয়েছে কিন্তু পথিমধ্যে থমকে রয়েছে। ব্যাংক থেকে ২০১৯ সালে নিয়োগ দিতে ব্যাংকের চাহিদা পেলেও আগের নিয়োগ সম্পন্ন না হওয়ায় প্রকাশ করতে পারছে না বিএসসিএস।
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের এক কর্মকর্তা গতকাল রবিবার কালের কণ্ঠকে বলেন, ‘রিটের কারণে স্থগিত পদগুলোকে বাইরে রেখেই ফল প্রকাশ করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত ফল প্রকাশ ও অন্যান্য নিয়োগ ত্বরান্বিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে। এরই মধ্যে তিনটি সার্কুলারের ফল প্রকাশ করতে কাজ শুরু হয়েছে। আগামী ঈদের আগেই চাকরিপ্রত্যাশীদের একটি সুখবর দিতে চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।