বিনোদন ডেস্ক : বরপক্ষ ও মেয়েপক্ষ মিলে ঘটা করে বিয়ে আয়োজন হয়। ওই আয়োজনে শতাধিক মানুষের সমাগম। ঠিক বিয়ে বাড়িতে যেমনটা হয়। গানবাজনা, হইহুল্লোড়ের পরে কবজি ডুবিয়ে দু’পক্ষের খাওয়াদাওয়ার মধ্যে বড় একটি অংশে প্রভাব ফেলে ‘দই’।
এই ‘দই’ নিয়ে ঘটতে থাকে মজার মজার ঘটনা। এমন গল্পকে কেন্দ্র করে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি বানালেন নতুন নাটক ‘দই’।
আসন্ন ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। পরিচালক অমির ভাষায়, কাজটি পুরোপুরি এন্টারটেইনিং। এখানে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্টের পুরো টিম (হ্যাশট্যাগ ব্যাচেলর পয়েন্ট)।
যেহেতু বিয়ে বাড়ি, সে কারণে শুটিংয়ের আয়োজনে কোনো কমতি রাখেননি অমি। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, মির্জাপুরের হাঁটুভাঙা নামে একটি জায়গায় শুটিং করেছি। রিয়েল বিয়ে বাড়ির মতো সাজিয়ে শুট করেছি। ঢাকা থেকে গেস্ট আর্টিস্টদের পাশাপাশি গ্রামের প্রচুর মানুষ ছিল। শুটিংয়ে বিয়ের দিন ১১০জন মানুষের বিয়ের খাওয়ার আয়োজন ছিল।
গ্রামের মানুষের একেকটা চরিত্র একেক রকম। সেসব চরিত্রের মানুষদের দুটি পরিবারের মধ্যে বিয়ে অনুষ্ঠিত হয়। সেই বিয়েতে ‘দই’ ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। এই প্রভাবের কারণে নাটকের গল্পের নাম ‘দই’ রাখা হয়েছে বলে জানান অমি।
গত ভালোবাসা দিবসে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র টিম নিয়ে ‘ফিমেল’ নির্মাণ করেছিলেন অমি। রাজধানীর নাখালপাড়া এলাকাতে বিশেষ কিছু চরিত্র নিয়ে নির্মিত ‘ফিমেল’ নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। এবার সেই টিম নিয়ে অমি আনছেন ‘দই’।
মোশন রকের ব্যানারে নির্মিত এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, তামিম মৃধা, পাভেল, বাচ্চু, সুমন পাটোয়ারী। আরও অভিনয় করছেন সিফাত শাহরিন, লামিমা। নতুন করে যুক্ত হয়েছেন পারসা ইভানা।
অন্যান্যবার ভালোবাসা দিবসে একাধিক নাটক এলেও আসন্ন ভালোবাসা দিবসে শুধুমাত্র ‘দই’ আনছেন অমি। তিনি বলেন, ভালোবাসা দিবস মানেই বেশি বেশি ভালোবাসার গল্প নির্মিত হয়। অনেক দর্শক আছেন যারা প্রেমের বাইরে কিছু খোঁজেন। তবে সবশ্রেণীর দর্শক কাজটি দেখে এন্টারটেইন হবেন। গল্পটাও একেবারে ভিন্ন জনরার। এককথায় ‘দই’ এন্টারটেইনিং প্রজেক্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।