জুমবাংলা ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে ধান শুকাতে দুর্ভোগ পোহাতে হয়, কৃষকদের। এ জন্য উদ্ভাবন করা হয়েছে, BAU-STR ড্রায়ার বা ধান শুকানো যন্ত্র। যেখানে বিদ্যুৎ ব্যবহার করে প্রতি কেজি ধান শুকাতে খরচ পড়বে মাত্র ৭৪ পয়সা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের পাঁচ বছরের চেষ্টায় মিলেছে, এ সফলতা।
দুর্দশা থেকে কৃষককে মুক্তি দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ডক্টর মো. মঞ্জুরুল আলম উদ্ভাবন করেন বিএইউ-এসটিআর ড্রায়ার বা ধান শুকানোর যন্ত্র।
বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম বলেন, উদ্ভাবিত যন্ত্রের পরীক্ষামূলক ব্যবহারে মিলেছে ব্যাপক সাড়া। এই যন্ত্রে তিন থেকে চার ঘণ্টায় ৫’শ কেজি ধান শুকানো যায়।
বিদ্যুৎ ছাড়াও ডিজেল এবং কয়েল লাকড়ি দিয়ে ব্যবহার করা যায় যন্ত্রটি। দামও হাতের নাগালে। কৃষকদের লোকসানের হাত থেকে বাঁচাতে সারা দেশে এ যন্ত্র ছড়িয়ে দেয়ার কাজ চলছে বলে জানিয়েছেন ডক্টর মঞ্জুরুল আলম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।