Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজা চার রাজরক্ষীকে বরখাস্ত করেছেন। এদের মধ্যে দু’জনকে ব্যাভিচারের দায়ে বরখাস্ত করা হয়। খবর এএফপি’র।
মঙ্গলবার রাতে রয়্যাল গেজেটের ঘোষণায় বলা হয়, ৬৭ বছর বয়সী থাই কিং মাহা ভাজিরালংকর্ন ‘শয়ন কক্ষ শাখা’ থেকে দুই নারী রক্ষীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘তারা অবৈধ ও ব্যভিচারমূলক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কথা স্বীকার করেছে।’
ওই ঘোষণায় আরো বলা হয়, রাজপরিবারের রক্ষীর দায়িত্ব পালনের মান রক্ষায় ব্যর্থ হওয়ায় অপর দুই কর্মকর্তাকে কোন ক্ষতিপূরণ দেয়া ছাড়াই বরখাস্ত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।