জুমবাংলা ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) শেখ ফজলে নূর তাপসকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। আর উত্তরে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।
ব্যারিস্টার তাপস মনোনয়ন পাওয়ায় খুশি হয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
রবিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মেয়রপ্রার্থীর নাম ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন আতিক।
তিনি বলেন, আমি খুবই খুশি হয়েছি যে, ডিএসসিসিতে দলের মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নূর তাপস। আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। এটি আমাদের জন্য একটি বড় অর্জন, বড় পাওয়া। আমরা (তাপস ও আতিক) একসঙ্গে কাজ করব। উত্তর ও দক্ষিণ মিলে একটি সুন্দর ঢাকা উপহার দিতে পারব– এ প্রত্যাশা ও বিশ্বাস আমার আছে।
দল মনোনয়ন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র আতিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছেন। এ জন্য উত্তর সিটি সব জনগণের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। উত্তর সিটিতে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল ও দক্ষিণে পেয়েছেন প্রকৌশলী ইশরাক হোসেন।