জুমবাংলা ডেস্ক : করোনা পরিস্থিতিতে আপদকালীন সময়ের জন্য রাজধানীর ফাইভ স্টার, থ্রি স্টার হোটেলগুলোতে চিকিৎসকদের থাকার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন।
সোমবার (১৩ এপ্রিল) ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন টুডোর পরে এত জনসংখ্যার দেশে করোনা চিকিৎসার জন্য যে ব্যবস্থা করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। আপনি জানেন, করোনা যুদ্ধে ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন ডাক্তাররা। তাদের সম্পর্কে যে যাই বলুক এখন পর্যন্ত তারা আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। ’
এরপর সেই আহ্বানে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করেছেন ডাক্তার নার্সদের জন্য থাকার ব্যবস্থা।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষরিত চিঠিটি হাতে পেয়ে ব্যারিস্টার সুমন ফের লাইভে আসেন। জানান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা।
এছাড়াও ব্যারিস্টার সুমন তার লাইভ ভিডিওটি প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে কাজটি করেছেন আমাদের ডাক্তার নার্স যারা কাজ করেছেন, তাদের থাকার হোটেলের ব্যবস্থা করেছেন। আজকে চিঠিটা দেখে নেত্রী আমার মনে হয়েছে, আমি এমন এক নেত্রীর আদর্শের রাজনীতি করি, যে তাকে মানার মতন যোগ্যতা রাখেন ওনি। আপনি ৬টা হাসপাতালে রোগী দেখেন সেই ডাক্তারদের জন্য নার্সদের জন্য বিশটা হোটেলে আপনি রুমের বরাদ্দ করেছেন। সেজন্য কৃতজ্ঞ।
ডাক্তার, নার্সদের উদ্দেশ্য করে সুমন বলেন, প্রধানমন্ত্রীর পক্ষে যা যা করার ছিলো সবই করেছেন। এখন এই করোনা যুদ্বে আপনাদের প্রতিভা দেখোনোর সময়। আপনারা কিভাবে আমাদের নিয়ে সামনে এগোবেন, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ রক্ষা করবেন সেটা দেখেবেন। এখন আপনাদের কোটে বল চলে গেলো। এই যুদ্ধ দেশ বাঁচানোর যুদ্ধ, অর্থনীতি বাঁচানোর যুদ্ধ।
গতকাল ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন লাইভে আরো বলেছিলেন, সিলেটের খালি পড়ে থাকা লন্ডনি বাড়িগুলো সিজ করে চিকিৎসক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকার ব্যবস্থা করতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




