আন্তর্জাতিক ডেস্ক : জুন মাস শেষ না হতেই নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো ব্রাজিলে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রবিবার সকাল আটটা পর্যন্ত লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে ৫০ হাজার ৫৮ জন মারা যাওয়ার খবর দেয়া হয়েছে।
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন প্রায় ১ হাজার। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১০ লাখ ৭০ হাজার ১৩৯ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৩ হাজার ১৮৬ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৩ লাখ ৩০ হাজার ৫৭৮ জন। মোট মৃত্যু ১ লাখ ২১ হাজার ৯৮০ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ৭২ হাজার ১৪১ জন।
আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৬ হাজার ৯৫২, মৃত্যু ৮ হাজার ২ জনের।
ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ লাখ ১১ হাজার ৭২৭ জন, মৃত্যু ১৩ হাজার ২৭৭ জনের।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪২ হাজার ৫৮৯ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩ হাজার ১১০ জন।
স্পেনে ২ লাখ ৯৩ হাজার ১৮ জন আক্রান্তের পাশাপাশি ২৮ হাজার ৩২২ জন মারা গেছেন।
গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৬৬ হাজার ৭১৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৮৯ লাখ ১৪ হাজার ৭৮৭ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৩৮ হাজার ৫৪২ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।