
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) কপ৩০–এর ব্যস্ত প্যাভিলিয়ন এলাকায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। তখন সম্মেলনের আলোচনার শেষ ধাপ চলছিল। ধোঁয়া ও উত্তাপ টের পেতেই ভেন্যু জুড়ে শুরু হয় হুড়োহুড়ি। নিরাপত্তাকর্মীরা দ্রুত প্রতিনিধিদের বের হয়ে যেতে নির্দেশনা দিতে থাকেন।
অন্যদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে, জনাকীর্ণ প্যাভিলিয়ন থেকে কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত বেরিয়ে যেতে হয়। ঘটনাস্থলে থাকা কয়েকজনের মুখে শোনা গেছে, “সালিডা! সালিডা! গেট আউট!”—যা পরিস্থিতির আতঙ্ক ও তাড়াহুড়োর চিত্রই প্রকাশ করে।
বিবিসি জানায়, আগুন ছড়ানোর পর দমকলকর্মীরা সঙ্গে সঙ্গে ভেন্যুর শামিয়ানা ঘেরা অংশে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। তবে আগুনের উৎস এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, এটি শুরু হয় দেশগুলোর প্যাভিলিয়ন জোন থেকে—যেখানে বিভিন্ন দেশের প্রদর্শনী, আলোচনা ও প্রতিনিধিদের আয়োজন চলছিল।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা আগুনের সঠিক কারণ অনুসন্ধান করছেন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কপ সভাপতির দফতরের একটি সূত্র জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে কোনও আহতের খবর পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা বলেছেন পরিস্থিতি পর্যবেক্ষণে আছে। অ্যামাজন অঞ্চলের পুরোনো একটি বিমানবন্দরের জায়গায় নির্মিত বিশাল তাঁবু–ভিত্তিক এই ভেন্যুতে দিনের বেশির ভাগ সময়ই হাজার হাজার মানুষ চলাচল করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, হঠাৎ এ অগ্নিকাণ্ডে সম্মেলনের আলোচনা তালিকাও ব্যাহত হয়। প্রতিনিধি ও আয়োজকেরা বলছেন, পরিস্থিতি স্থিতিশীল হলে পুরো কার্যক্রম আবার শুরু করা হবে।
প্রসঙ্গত, দুই সপ্তাহব্যাপী এই বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারও মানুষ অংশ নিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে শেষ দিন শুক্রবার, ২১ নভেম্বর। তবে আগে যেমন হয়েছে, শেষ মুহূর্তে সমঝোতা তৈরির প্রয়োজন হলে সময় বাড়ানো হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



