জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ সোমবার সকাল ৮টায় জেলা শহরের বাগানবাড়ি এলাকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারি চৌধুরী মন্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আল মামুন সরকার দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। সোমবার সকালে ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান। আজ বাদ আছর জেলা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহরের শেরপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
আল মামুন সরকার রেডক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান। ছাত্র জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন আল মামুন সরকার। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।