জুমবাংলা ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো: শফিকুল ইসলাম শফিক।
গতকাল (২০ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় স্বেচ্ছাসেবক লীগ ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক ছাত্রলীগের জাতীয় পরিষদ সদস্য ছাড়াও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সমবায় ও স্বনির্ভরতা বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
জুমবাংলা’র সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ছাত্রজীবন থেকে রাজপথে ছিলাম। দলের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে নবীনগর উপজেলার মানুষের জীবনমান উন্নয়ন এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চলমান উন্নয়ন কর্মাকাণ্ড আরও ত্বরান্বিত করতে কাজ করবো।’
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.