Advertisement
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার দাঁতমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমীর আলী ওই গ্রামের রফিজ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে ঢাকার কেরানীগঞ্জে ব্যাগ কারখানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সুজন মিয়া ও সাকিলের মধ্যে বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরে উভয়েই নিজ গ্রামে ফিরে এলে বিরোধ মীমাংসায় সালিশ ডাকা হয়। বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে আমীর আলী আহত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, “সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।