Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২ বান্ধবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার কুটি পোস্ট অফিসের নির্জন স্থান থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হচ্ছে- কুটি উত্তর পাড়ার বিল্লাল মিয়ার কন্যা সোনিয়া (১৩) ও একই এলাকার বাবুল মিয়ার কন্যা সুমাইয়া (১৪)।
স্থানীয়রা জানান, বিকালে দুই কিশোরীর মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন দুই কিশোরীর মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।